আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর বড় জমায়েতের আহ্বান জানালেন হাসনাত

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েতের ঘোষণা, বাদ জুমা ফোয়ারার সামনে জনসমাবেশে ডাক হাসনাতের

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) বাদ জুমা বৃহৎ জনসমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সকালে যমুনার সামনের চলমান বিক্ষোভ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টার বাসভবনের পূর্ব পাশে ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণ চলছে এবং সেখানে জুমার নামাজের পর হবে ‘জনসমুদ্র’।

তিনি বলেন, “আজকের জমায়েতই প্রমাণ করবে, কে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আর কে চায় না।” তিনি দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। হাসনাতের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা একে একে যমুনার সামনে বিক্ষোভে যোগ দেন।

রাত ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন মিছিল নিয়ে বিক্ষোভস্থলে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারাও। এর কিছুক্ষণ পর হেফাজতে ইসলাম, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্যের নেতাকর্মীরাও যোগ দেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা “ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে” এবং “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর”—এমন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

রাত ২টার দিকে এক সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আজ, নয় মাস পরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তাই আমাদের আবার রাজপথে নামতে হচ্ছে।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, “আর সময় নেই। এবার আমরা রাজপথ ছাড়ব না। লাশ হয়ে ফিরব, অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে।”

শুক্রবার সকাল ৮টার দিকে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দেন। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ছাত্র-জনতার যে শক্তি এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র-জনতাই এখন বলছে—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা দাবি জানাচ্ছি, আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে নিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *