নুর বলেছেন, এখনো দখলবাজি ও চাঁদাবাজির পুরনো চিত্রই অব্যাহত রয়েছে।

চাঁদাবাজি-দখলবাজি এখনো অব্যাহত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৫ আগস্টের পরও দেশের বিভিন্ন স্থানে—বিশেষ করে টেম্পোস্ট্যান্ড, বাসস্ট্যান্ড এবং কাঁচাবাজারে—চাঁদাবাজি বন্ধ হয়নি। এখনো এসব জায়গায় অবাধে চাঁদা তোলা হচ্ছে। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগের দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। সাধারণ মানুষের ওপর যারা জুলুম করছে, তাদের উপস্থিতি এখনো দৃশ্যমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভোট এখনো আসেনি, কিন্তু মানুষ ভোটের মাধ্যমেই জবাব দেবে।”

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

নুর আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের ছায়া-নির্ভর রাষ্ট্রে পরিণত করেছে। তিনি দাবি করেন, “আওয়ামী লীগের আর বাংলাদেশে কোনো স্থান থাকবে না। এ দেশে যেভাবে গণহত্যা ও বর্বরতা চালানো হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এমন ঘটনার পর কোনো দল টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”

তিনি রাজনৈতিক অঙ্গনে বিভক্তির দিকেও ইঙ্গিত করেন, “ফ্যাসিবাদের পতনের পরও আমরা নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করছি। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের আধিপত্য দেখানোর প্রতিযোগিতায় নেমেছে।”

গণসমাবেশে গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *