পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সমর্থন চীনের
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিং তার শক্ত অবস্থান বজায় রাখবে। মঙ্গলবার (২০ মে) বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।
এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হলো, যখন অধিকৃত কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারতের সঙ্গে চার দিনের সীমান্ত উত্তেজনা ও যুদ্ধবিরতির মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওয়াং ই পাকিস্তানকে ‘আয়রনক্লাড ফ্রেন্ড’ হিসেবে আখ্যায়িত করেন এবং দুই দেশের ‘সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও জোরদারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে যেকোনো মতপার্থক্য ‘সংলাপ ও কূটনৈতিক পথে’ সমাধান হওয়া উচিত।
বৈঠকে ইসহাক দারও চীনের নিরবিচার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার এই সময়ে চীনের এমন অবস্থান পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দুই দেশের নেতারা বৈঠকে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, পাকিস্তান-চীন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) প্রকল্পের দ্বিতীয় পর্যায় (CPEC 2.0) নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
চীনের কমিউনিস্ট পার্টির (CPC) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গেও ইসহাক দার পৃথকভাবে বৈঠক করেন। ওই বৈঠকেও দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সরকারি সফরে চীনের আমন্ত্রণে বেইজিং সফরে যান। এই সফরকে দুই দেশের মধ্যে গভীর কূটনৈতিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ ইত্তেফাক