যুদ্ধবিরতির খবরে পাকিস্তানে স্বস্তি ও উৎসবের আমেজ

ভারতের সঙ্গে যুদ্ধবিরতির খবরে পাকিস্তানের নানা শহরে ছড়িয়ে পড়েছে স্বস্তি ও উচ্ছ্বাস। রোববার সকালে লাহোর, ইসলামাবাদ, মুজাফফরাবাদসহ বিভিন্ন এলাকায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনতা।

স্থানীয় মানুষজন এই যুদ্ধবিরতিকে একদিকে জাতীয় গর্ব, অন্যদিকে বহুল প্রতীক্ষিত শান্তির মুহূর্ত হিসেবে দেখছেন।

গৃহিণী যুবাইদা বিবি বলেন, “যুদ্ধ কেবল কষ্ট আর ক্ষয়ক্ষতির বার্তা নিয়ে আসে। এখন শান্তির সময় এসেছে—এটা আমাদের জন্য ঈদের আনন্দের মতো। আমরা জয়ী।”

লাহোরের এক তরুণ মোহাম্মদ ফাতেহ বলেন, “আজ পাকিস্তানের জন্য গৌরবের দিন। আমাদের সেনাবাহিনী কঠোর জবাব দিয়েছে, আর ভারত বাধ্য হয়েছে পিছু হটতে। যুদ্ধবিরতি তারই প্রমাণ।”

এই যুদ্ধবিরতির বিষয়টি প্রথম জানানো হয় শনিবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মাধ্যমে। পরবর্তীতে ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা)।

সূত্রঃ  আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *