ইসরায়েলে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইসরায়েলের সামরিক স্থাপনায় আবারও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোরে চালানো এই অভিযানে ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও বহু ড্রোন ব্যবহার করা হয় বলে দাবি করেছে তেহরান। ইরান জানায়, এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েল অধিকৃত এলাকায় সামরিক ঘাঁটি ও সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই হামলা চালায়।

হামলার সময় তেল আবিবসহ একাধিক শহরে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ ও অন্যান্য সূত্র জানায়, ছোড়া ১০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫টি প্রতিহত করা সম্ভব হলেও বাকি ৫টি নির্ধারিত লক্ষ্যে পৌঁছায়। এর একটি দক্ষিণ তেল আবিবের হেলেন শহরে একটি ভবনে আঘাত করে, যাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে ইসরায়েল ‘লাইটনিং’ নামে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যা মূলত ড্রোন হামলা প্রতিরোধে ব্যবহৃত হবে।

এদিকে জেরুজালেম পোস্ট জানায়, ইসরায়েলের গত সপ্তাহের হামলার পরেও ইরানের রাজধানী তেহরানে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। বরং, ইরানের নেতৃত্ব আরও ঐক্যবদ্ধ ও কঠোর মনোভাব প্রদর্শন করেছে এবং জনসাধারণ সরকারের পাশে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, শনিবারের হামলা ছিল ইরানের ১৮তম পাল্টা অভিযান। বিশ্লেষকদের মতে, তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের কৌশলগত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ ধরনের পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে এবং দীর্ঘমেয়াদে চাপ বৃদ্ধির কৌশলই থাকবে সামনে।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *