বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম পরিবর্তন করার উদ্যোগ

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তন, তিন মাস পর পুনরায় চালু

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তন করে বর্তমানে “গাজীপুর সাফারি পার্ক” রাখা হয়েছে এবং তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে এটি পুনরায় দর্শনার্থীদের জন্য চালু করা হয়েছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম জানান, শীত মৌসুমের শুরুতে পর্যটকদের ব্যাপক আগমন বিবেচনা করে সাময়িকভাবে পার্কটি খুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “৫ আগস্ট দুর্বৃত্তরা পার্কের মূল ফটক ভেঙে ফেলে এবং পার্কের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়ে পশুপাখি চুরিসহ প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি করে। তবে, তিন মাসের মধ্যে সংস্কার কাজ প্রায় শেষ করে পার্কটি পুনরায় চালু করা হয়েছে। আশা করছি, পূর্বের মতো আবারও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে পার্কটি।”

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা, যার ফলে পার্কটি বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *