বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, যা নিয়ে কিছুদিন ধরেই চলছিল জোর আলোচনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের এই সাবেক অধিনায়ক। বিসিসিআই কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন।
এর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এই ফরম্যাট থেকেও বিদায় নেন কোহলি। এখন থেকে তিনি কেবল ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দেবেন।
বিদায় বার্তায় কোহলি লিখেছেন, “১৪ বছর আগে যখন প্রথম ব্যাগি ব্লু ক্যাপ পরেছিলাম, তখন ভাবিনি এই যাত্রা আমাকে এতটা সমৃদ্ধ করবে। টেস্ট ক্রিকেট আমাকে তৈরি করেছে, শিখিয়েছে, এবং ভিন্ন এক অভিজ্ঞতা দিয়েছে—যা আমি সারাজীবন বয়ে নিয়ে যাব।”
তিনি আরও বলেন, “সাদা জার্সির আলাদা একটা মর্যাদা আছে। অনেক স্মৃতি আছে যা সবার চোখে পড়ে না, কিন্তু আমার হৃদয়ে গেঁথে থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে মনে করি এটা আমার ক্যারিয়ারের সঠিক সময়। খেলাটার প্রতি ভালোবাসা চিরকাল থাকবে।”
বিরাট কোহলি ভারতের হয়ে ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। গড় করেছেন ৪৬.৮৫, রান করেছেন ৯২৩০। রয়েছে ৩০টি শতক এবং ৩১টি অর্ধশতক।
উল্লেখ্য, কোহলির ঠিক আগেই আরেক ভারতীয় তারকা রোহিত শর্মাও টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। ফলে ইংল্যান্ড সফরের আগে ভারতীয় টেস্ট দলে বড় পরিবর্তন আসছে—শুরু হবে নতুন চ্যাপ্টার।
সূত্রঃ আমার দেশ