বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্টে সাবেক সরকারের অর্থনৈতিক দূর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরেছেন। পোস্টে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন অর্থ পাচার, ব্যাংক খাতের ধস, বিদ্যুৎ খাতের অপচয়, এবং বড় প্রকল্পের নামে লুটপাটের বিস্তারিত।
অর্থ পাচার
সারজিস আলমের দাবি অনুযায়ী, আগের সরকারের সময়ে বছরে ১৬ বিলিয়ন ডলার অর্থ পাচার হতো, যা বিদেশি বিনিয়োগের দ্বিগুণ। অথচ ওই সময়ে আইএমএফ থেকে মাত্র ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে দেশকে বিশাল স্বার্থ ত্যাগ করতে হয়েছিল।
ব্যাংক খাতের ধস
পোস্টে উল্লেখ করা হয়, অন্তত ১০টি ব্যাংক প্রযুক্তিগতভাবে দেউলিয়া হয়ে পড়েছিল। সালমান এফ রহমান ও এস আলমসহ প্রভাবশালীরা লক্ষ-কোটি টাকা লুটপাটে জড়িত ছিলেন। ব্যাংকিং খাতের মোট মন্দ ঋণের পরিমাণ ছিল প্রায় ৭ লাখ কোটি টাকা।
বিদ্যুৎ খাতের ক্ষতি
বিদ্যুৎ খাতে ভুল নীতি ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া সিদ্ধান্তের কারণে এলএনজিতে বছরে ক্ষতি হতো ৩ হাজার কোটি টাকা।
বড় প্রকল্পের লুটপাট
সারজিস আলম আরও উল্লেখ করেন, বড় প্রকল্পগুলোতে দূর্নীতির কারণে ব্যয় বেড়ে যেত প্রায় ৭০%। এর ফলে ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলার অপচয় হয়। তাছাড়া, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ৭৩% প্রকৃতপক্ষে সচ্ছল ছিলেন।
কটাক্ষ
পোস্টের শেষ অংশে সারজিস আলম কটাক্ষ করে বলেন, “তো জননীর এতিম সন্তানরা কতো করে ভাগে পেয়েছেন?”
সারজিস আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।