জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক দলের গুঞ্জন বেড়েছে। যদিও নতুন দলের ঘোষণাটি বেশ আগে এলেও, এখনো দলের কাঠামো বা নাম প্রকাশ করা হয়নি। তবে, এটা প্রায় নিশ্চিত যে, দলের নেতৃত্বে থাকবে ছাত্র-তরুণরা।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। তাদের পক্ষ থেকে এবার দেশের জনগণের কাছে দলের নাম ও প্রতীক চাওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে বলেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল দেখতে চান, আমাদের তা জানাতে চাই এবং সেই ভাবনাতেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূর্ণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।’ অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও একই রকম একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি বলেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান, আমরা তা জানাতে চাই এবং সে আদলেই দলটা গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান।