শেখ মুজিবের কবর জিয়ারতের মধ্য দিয়ে ভোটের মাঠে নামলেন বহিষ্কৃত বিএনপি নেতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রবেশের অনুমতি না পাওয়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকতে পারেননি স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। ফলে কবরের গেটের সামনেই অবস্থান করে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে। সেখান থেকেই গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনি প্রতীক ‘ফুটবল’ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন তিনি।

অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব এর আগে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। প্রার্থিতা প্রত্যাহার না করায় বুধবার (২১ জানুয়ারি) রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

কবর জিয়ারত শেষে তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ভোট ও সমর্থন চান এবং নিজের রাজনৈতিক উদ্দেশ্য ও অঙ্গীকার তুলে ধরেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গোপালগঞ্জ-৩ আসন বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। এই এলাকার মাটিতেই শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।” বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচনি প্রচার শুরু করেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় সমাধিসৌধের ভেতরে প্রবেশ করে কবর জিয়ারত করতে পারিনি। তাই গেটের বাইরে দাঁড়িয়েই জিয়ারত সম্পন্ন করেছি।”

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, তিনি মানুষের কল্যাণে রাজনীতি করতে চান। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তার রাজনীতির প্রধান লক্ষ্য।
সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *