কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ হাদির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, দীর্ঘ ছয় মাসের পরিকল্পনার মাধ্যমে হাদি ভাইকে হত্যা করা হয়েছে। তার দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ভারত থেকে পাঠানো হয়েছিল এবং মিশন শেষ হওয়ার পর তাদের আবার সেখানে ফিরিয়ে নেওয়া হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ড ঘটলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্ঙ্খলা বাহিনী এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে এখন দেশ দুটি শিবিরে বিভক্ত—একটি গোলামির পক্ষে, অন্যটি আজাদি বা স্বাধীনতার পক্ষে। ইনসাফ ও স্বাধীনতার পক্ষে থেকেই তারা রাজনীতি করবেন বলে জানান তিনি। পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধেও তাদের অবস্থান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, যারা ঋণখেলাপি হয়ে দেশের বাইরে সন্তানদের পড়াশোনা করাচ্ছেন, তাদের বিরুদ্ধেও তারা সোচ্চার থাকবেন। জনগণের অর্থ আত্মসাৎ করে জনসেবার কথা বলা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রয়োজনে জনগণের কাছ থেকে সহায়তা চেয়ে হলেও সেই অর্থ পরিশোধের চেষ্টা করা হবে উল্লেখ করে তিনি বলেন, মতের ভিন্নতা থাকতে পারে, তবে ইনসাফের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দোয়া মাহফিলে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ আমার দেশ
