২৮ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রম উপদেষ্টা
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস আগামী ২৮ মে’র মধ্যে পরিশোধে মালিকদের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন—“হয় বেতন শোধ করতে হবে, না হলে জেলে যেতে হবে।”
বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে ঈদ উপলক্ষে নৌযাত্রা নিরাপদ ও শৃঙ্খল রাখার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা বলেন,
“যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে, তারা যদি বিদেশে থাকেন, তবে রেড এলার্ট জারি করার জন্য আমরা বলেছি। যারা দেশে আছেন, বেতন না দিলে ঢাকার বাইরে যাওয়ার সুযোগও থাকবে না। দেশের বাইরে তো দূরের কথা।”
তিনি আরও জানান, ইতোমধ্যে ৫ জন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে, এবং আরও অনেকের বিরুদ্ধেই মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঈদযাত্রা ও নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন:
- দক্ষিণবঙ্গমুখী নৌযাত্রায় ভিড় বেশি হওয়ায় প্রতিটি লঞ্চে ৪ জন অস্ত্রধারী আনসার মোতায়েন থাকবে ৫ জুন থেকে।
- ঈদের ৩ দিন আগে থেকে ও পরের ৭ দিন পর্যন্ত বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।
- রাতের বেলায় স্পিডবোট চলবে না নিরাপত্তার কারণে।
- যাত্রীদের জন্য ওভারলোড ও ছাদে উঠা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
- আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নৌরুটের বিষয়ে তিনি জানান:
রৌমারী থেকে চিলমারী পর্যন্ত ফেরি চালুর ট্রায়াল চলছে। আনুষ্ঠানিকভাবে এটি বৃহস্পতিবার থেকে চালু হবে, যা জামালপুরকে সংযুক্ত করবে এবং যাত্রাপথে প্রায় ১০০ কিলোমিটার সাশ্রয় হবে।
তিনি আরও বলেন,
“বুড়িগঙ্গা দিয়ে লঞ্চ যাওয়া-আসার সময় গতি সীমিত রাখতে হবে, যেন ঢেউয়ে ছোট নৌযান ক্ষতিগ্রস্ত না হয়।”
অন্তর্ভুক্ত সব নির্দেশনার উদ্দেশ্য একটাই—শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখা।
সূত্রঃ ইত্তেফাক