অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, “ভারতকে বুঝতে হবে যে, ভারতীয় উপমহাদেশের বিভাজনের পর বাংলাদেশ এমন এক পরিপক্ক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে, যারা ধর্মের নামে সহিংসতার ফাঁদে পা দেয় না।”
ফাওজুল কবিরের মতে, কোনো ধরনের প্ররোচনাই বাংলাদেশের জনগণকে নিজেদের সহনাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় উস্কে দিতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, “আমরা ভাই হিসেবে আমাদের সংখ্যালঘুদের সুরক্ষিত রাখব এবং তাদের প্রতি যেকোনো ধরনের ক্ষতির বিরুদ্ধে রক্ষা করব।”
তিনি আরও উল্লেখ করেন, “এটাই নতুন বাংলাদেশ, যেখানে সাম্প্রদায়িক সহিংসতার কোনো জায়গা নেই। এখানে জাতি ও ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা হয়েছে।”
তবে ফাওজুল কবির ভারতীয় সমাজের সাম্প্রদায়িক সহিংসতার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “দুঃখজনকভাবে, ভারত তার তুলনামূলকভাবে শিক্ষিত জনগোষ্ঠী থাকা সত্ত্বেও সাম্প্রদায়িক সহিংসতা থেকে বেরিয়ে আসতে পারেনি।