ইহুদি সন্ত্রাসী বাহিনীর বসতি এলাকাগুলোর ওপর বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছে মাত্র ৮ বছর বয়সী ইরানি শিশু জিমন্যাস্ট তারা হাজিমিরি (Tara Hajimiri)। ইরানের আবাসিক এলাকায় চালানো এই হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
তারা হাজিমিরি দেশের ক্রীড়াঙ্গনের উদীয়মান প্রতিভা ছিলেন। শিশুটি ইরানের জিমন্যাস্টিকস অঙ্গনে ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচিত হচ্ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।