পুতিনের সঙ্গে দ্রুত সাক্ষাৎ চেয়ে ট্রাম্পের আগ্রহ
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যত দ্রুত সম্ভব বৈঠকে বসতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই মুহূর্তেই এমন একটি বৈঠকের সময় এসেছে।
বৈঠকের নির্দিষ্ট সময়সূচি না জানালেও ট্রাম্প বলেন, “আমরা এটি বাস্তবায়ন করব। যত তাড়াতাড়ি এটি নির্ধারণ করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি আমরা বৈঠকে বসব।” তার মতে, বিশ্ব এখন আগের চেয়ে অনেকটা নিরাপদ, তবে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতি আরও বেশি স্থিতিশীল হয়ে উঠবে।
ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা সেবাস্টিয়ান গোর্কাও এ সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “যখন সময় উপযুক্ত হবে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তবে আমার বিশ্বাস, এই বৈঠক শিগগিরই হতে যাচ্ছে।”
এই মন্তব্যগুলো সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার নতুন মাত্রা যুক্ত হয়েছে, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে।
সূত্রঃ ইত্তেফাক