রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সক্রিয় ভূমিকা চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আরও সক্রিয় হওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক রোববার বিকেলে রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।
ঘণ্টাব্যাপী এই আলোচনায় বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে চীনের অবদানকে স্বাগত জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাইফুল হক আশাবাদ ব্যক্ত করেন, শিল্প, কৃষি, বাণিজ্য, অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা এবং পানি ব্যবস্থাপনা ইত্যাদি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়বে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে, এবং এ সংকট নিরসনে তাদের আরও জোরালোভাবে এগিয়ে আসা দরকার। পাশাপাশি বাংলাদেশিদের জন্য চীনা ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বানও জানান তিনি।
সাইফুল হক আরও বলেন, বাংলাদেশের জনগণ চীনবিরোধী কোনো কর্মকাণ্ডে দেশের ভূমি ব্যবহার করতে দেবে না। দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ এশিয়া ব্যুরোর মহাপরিচালক পেং জিয়াওবিন। তিনি জানান, ২০২৫ সাল দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্যাপিত হচ্ছে এবং পারস্পরিক শ্রদ্ধা ও অ-হস্তক্ষেপ নীতিতে ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা হবে।
বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিভাগের প্রধান ও রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, সদস্য আকবর খান এবং মীর মোফাজ্জল হোসেন মোশতাক।
সূত্রঃ আমার দেশ