নকল নবিশদের চাকরি জাতীয়করণের আহ্বান

বাংলাদেশের ৫১৬টি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা চাকরি জাতীয়করণের দাবিতে ১৬ দিনের আন্দোলন চালিয়ে আসছেন।

৪ নভেম্বর সোমবার সকালে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন জেলা থেকে আগত সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা জানান, স্বাধীনতার পর বিভিন্ন সরকারের পক্ষ থেকে নকল নবিশদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও, একাধিক সরকারের পরিবর্তনের পরও তাদের দাবি পূরণ হয়নি।

তারা বলেন, সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত প্রায় ১৬ হাজার এক্সট্রা-মোহরার বা নকল নবিশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল থেকে আন্দোলন করে আসছে। বর্তমানে তারা ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।

নকল নবিশরা আরো বলেন, তারা সব সরকারের সময় স্মারকলিপি দিয়েছেন এবং বারবার আশ্বাস পেয়েছেন, কিন্তু তাদের দুর্দশা দূর হয়নি।

এসময় তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত এক্সট্রা মোহরার নকল নবিশদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) এসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং উপস্থিত ছিলেন মো. আল-আমিন সরকার, মো. আজিজুল হক, এনামুল হাসান, মাসুদ রানা, শাহ রিপন, জাহাঙ্গীর আলম, সেলিনা আক্তার, রুবেল সহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা উপজেলার নকল নবিশরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *