কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত ব্যক্তির নাম মাহমুদ শাহরিয়ার মনির (৪৬)। তিনি মাদারীপুরের কালকিনি থানার আব্দুর রহিমের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, নারী ও শিশু নির্যাতন মামলায় ২০১৯ সাল থেকে তিনি কারাবন্দি ছিলেন। রোববার তাকে আদালতে হাজিরের জন্য ঢাকা পাঠানো হয়। আদালত থেকে ফেরত আনার পর রাত ৯টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
তৎক্ষণাৎ কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, বন্দি অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সূত্রঃ কালবেলা