২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট অনুমোদন
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হওয়া এ বৈঠকে বাজেট অনুমোদন পায় বলে বৈঠকসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, বাজেট উপস্থাপন উপলক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে যাচ্ছেন বাজেট বক্তব্য রেকর্ড করতে। রেকর্ডকৃত বাজেট ভাষণটি বিকাল ৩টা থেকে বিটিভি ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে।
বাজেট প্রচারে সর্বোচ্চ নাগাল নিশ্চিত করতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভির ফিড গ্রহণ করে একই সময়ে বাজেট ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
সূত্রঃ একুশে