চাঁদপুরের শাহরাস্তির একটি স্থানীয় ঘটনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি জানান, “প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই গুজব সার্কুলেট করেছেন।”
তিনি আরও দাবি করেন, এই গুজবের জেরে নগর ভবন অবরোধকারী একটি দলের কর্মীরা তার বাবাকে নিয়ে অপমানজনক স্লোগান দিয়েছে — যেমন “চালচোর”, “গমচোর” ইত্যাদি। বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ বলেন, “আমাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বন্ধুরাও প্রতিহিংসার বশবর্তী হয়ে নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজবকে হাতিয়ার বানিয়ে আমার ও আমার পরিবারের মানহানি করছেন।”
তিনি আক্ষেপ করে বলেন, “জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতির স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে এখন তরুণ নেতৃত্ব ব্যক্তি আক্রমণ ও প্রতিহিংসার পথে হাঁটছে।”
ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তির হলেও তা ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে জানান তিনি।