গত ৯ নভেম্বর ২০২৪, সিলেট বিভাগে July Shaheed Smrity Foundation-এর উদ্যোগে শহীদ পরিবারের নিকট আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। ২য় ধাপের এই কার্যক্রমে শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিকভাবে সহায়তা করার এই উদ্যোগকে অনেকেই প্রশংসা করেছেন।
উক্ত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সংহতি প্রকাশ করে তাঁদের স্মৃতি ও ত্যাগের প্রতি সম্মান জানানো হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ পরিবারের জীবনযাত্রার উন্নতি ও তাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এই সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়।