বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার):

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান সফলভাবে পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আজ ১৪ নভেম্বর ২০২৪ তারিখ ভোররাতে সেনাবাহিনীর অপারেশন দল মুনলাই পাড়া এলাকায় কেএনএ (কুকি চিন ন্যাশনাল আর্মি)-এর অবস্থান লক্ষ্য করে অভিযান শুরু করে। অভিযানের সময় সন্ত্রাসীরা তাদের অস্ত্র-সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়।

তল্লাশি চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে। এর মধ্যে ছিল ১টি এসএমজি (ম্যাগাজিনসহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনোকুলার, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির উপকরণ এবং ৫টি স্মার্টফোন।

এ অভিযানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করা হচ্ছে, যেখানে শত্রুপক্ষের অস্ত্রাগার ধ্বংস করে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *