আওয়ামী লীগ নিষিদ্ধে উপদেষ্টা পরিষদে একমত: আসিফ নজরুল
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কোনো মতবিরোধ নেই। শুক্রবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, সম্প্রতি কিছু ব্যক্তি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি ও খুনের মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনের বিষয়টি পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতাধীন। এটা আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নয়।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমার মন্ত্রণালয়ের আওতায় বিচারকরা থাকলেও তারা কোনোভাবেই বিমানবন্দর পাহারা দেওয়া বা চলাচলে বাধা দেওয়ার দায়িত্বে থাকেন না।”
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সম্ভাবনার বিষয়ে আসিফ নজরুল জানান, “আইসিটি আইনে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার বিধান যুক্ত করে যে খসড়া তৈরি করা হয়েছে, সেটি আমি নিজেই উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করেছি। এর বিরোধিতা আমি করব—এটা ভাবার সুযোগ নেই। পরিষদের সিদ্ধান্ত যৌথ এবং এর দায়-দায়িত্ব সবার।”
তিনি বলেন, “আমাদের মধ্যে মূল সিদ্ধান্তে দ্বিমত নেই—আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে আমরা সবাই একমত। তবে কে কোন পদ্ধতিকে প্রাধান্য দিচ্ছেন, সে বিষয়ে ব্যক্তিগত দৃষ্টিভেদ থাকতে পারে।”
আইন উপদেষ্টা আরও জানান, “আইনের দিক থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। প্রয়োজনে আইসিটি আইন সংশোধন করা যাবে। একই সঙ্গে সন্ত্রাস দমন আইনসহ বিদ্যমান আইন ব্যবহারের সুযোগ রয়েছে। যদি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্যে আসে কিংবা আদালতের পর্যবেক্ষণ বা রায় আসে, তাহলে সরকার দ্রুত আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে।”
তিনি তার পোস্টের শেষাংশে লিখেন, “আমরা আইনের আলোকে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। ইনশাআল্লাহ।