যুদ্ধবিরতি ঘোষণা পর চীনের প্রতিক্রিয়া: আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটি বলেছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে একমাত্র পথ শান্তিপূর্ণ সংলাপ।
মঙ্গলবার (২৪ জুন) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, চীন যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চায়।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, “আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি, এই যুদ্ধবিরতি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হবে। চীন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। সেনা অভিযানে কখনো শান্তি আসে না, সমস্যার স্থায়ী সমাধান আসে কূটনৈতিক সংলাপের মাধ্যমে।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। যুদ্ধবিরতিটি কার্যকর হয়েছে মঙ্গলবার, গ্রিনিচ মান সময় অনুযায়ী ভোর ৪টায়।
এর আগে পরিস্থিতি ছিল উত্তপ্ত। সোমবার ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ ছিল।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। অপরদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৪৩০ জন নিহত ও ৩,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছে।
সূত্রঃ কালবেলা