মার্কিন হামলার পর মুখ খুললেন খামেনি, বললেন: ‘শত্রুর শাস্তি হবেই’
যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে। এর শাস্তি তারা অবশ্যই পাবে—এবং সেই শাস্তি তারা এখন পাচ্ছেও।”
গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকেই পাল্টা জবাবে তেহরানও শুরু করে প্রতিক্রিয়ামূলক অভিযান। এর ফলে ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।
ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর বরাতে জানা গেছে, হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে একটি নিরাপদ বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাসভবন ছেড়ে গোপন স্থানে অবস্থান করছেন এবং তার সরাসরি যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিশ্বজুড়ে প্রতিবাদ
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনায় বিশ্বের নানা প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। ফ্রান্স, পাকিস্তান, গ্রিস ও ফিলিপিন্সসহ কয়েকটি দেশে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।
বিক্ষোভকারীরা এ হামলাকে ইরান-ইসরায়েল উত্তেজনা আরও বাড়িয়ে তোলার কৌশল হিসেবে দেখছেন। তাঁদের মতে, এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে।
সূত্রঃ একুশে