মোদিকে ‘বিশ্বের প্রধান সন্ত্রাসী’ আখ্যা পাকিস্তানের

“মোদি ‘বিশ্বের স্বীকৃত সন্ত্রাসী’: অভিযোগ পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী” বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য তিনি সরাসরি ভারত এবং মোদিকে দায়ী করেন।

মঙ্গলবার পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “সন্ত্রাস শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, তারা এখন তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। কানাডায় পর্যন্ত শিখ নেতাদের টার্গেট করেছে তারা।”

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ

আসিফ বলেন, “ভারত এখন কেবল আঞ্চলিক অস্থিরতার উৎস নয়, বরং একটি বৈশ্বিক হুমকি। কানাডায় সন্ত্রাসী তৎপরতার পেছনেও ভারতের হাত রয়েছে, যা আন্তর্জাতিকভাবে চিন্তার বিষয়।”

তিনি দাবি করেন, পাকিস্তান বারবার সন্ত্রাসবাদের শিকার হলেও ভারত দীর্ঘদিন ধরে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে মদত দিয়ে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাশ্মির প্রসঙ্গ এবং সাম্প্রতিক উত্তেজনা

সাক্ষাৎকারে খাজা আসিফ ভারতের সাম্প্রতিক টেলিভিশন ভাষণে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, “মোদির কথায় পরাজয়ের সুর স্পষ্ট। কাশ্মির নিয়ে আলোচনার দরজা এখনও খোলা বলে যে বার্তা তিনি দিয়েছেন, তা পাকিস্তানের জন্য কূটনৈতিক সাফল্য।”

তিনি বলেন, “আগামী দিনে যেকোনো সংলাপে পাকিস্তান কাশ্মিরসহ অন্যান্য মৌলিক ইস্যু জোরালোভাবে তুলে ধরবে।”

ভারতের বিরুদ্ধে সীমান্তে জঙ্গি মদতের অভিযোগ

আসিফ আরও বলেন, “ভারতের প্রত্যক্ষ মদতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানে সন্ত্রাস চালিয়ে আসছে। এক সময় পশ্চিম সীমান্তে সেনা মোতায়েনের প্রয়োজন ছিল না, কিন্তু ভারতের কারণে আমরা এখন সেখানে সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছি।”

১০ মে-র সামরিক অভিযানের দাবি

তিনি দাবি করেন, ১০ মে পাকিস্তান নজিরবিহীন পাল্টা সামরিক অভিযান চালায়, যাতে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা টার্গেট করা হয়। এতে ভারত দিশেহারা হয়ে পাঁচটি দেশের সহযোগিতা চায় যুদ্ধবিরতির জন্য।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *