মিরাজের অলরাউন্ড ঝলকে ইনিংস ও ১০৬ রানে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টে কোনো প্রতিরোধই গড়তে পারেনি জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলো।
সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে দাপুটে পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। এই জয়ে বড় অবদান মেহেদি হাসান মিরাজের, যিনি ব্যাট হাতে ১০৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন সাকিব আল হাসান ও সোহাগ গাজী।
প্রথম ইনিংসে বাংলাদেশ জিম্বাবুয়েকে ২১৭ রানে পেছনে ফেলে। জিম্বাবুয়ে ২২৭ রানে অলআউট হলে বাংলাদেশ জবাবে সাদমান ইসলাম (১২০) ও মিরাজের শতকে তুলে ফেলে ৪৪৪ রান। প্রতিপক্ষের হয়ে মাসেকেসে ৫ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থ হয় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি থামে মাত্র ১১১ রানে। কারান করেন সর্বোচ্চ ৪৬ রান। বাংলাদেশের হয়ে মিরাজ ৫/৩২ এবং তাইজুল ৩/৪২ রানে তুলে নেন ৮টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭/১০ – উইলিয়ামস ৬৭, ওয়েলস ৫৪; তাইজুল ৬/৬০
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪৪/১০ – সাদমান ১২০, মিরাজ ১০৪; মাসেকেসে ৫/১১৫
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১১১/১০ – কারান ৪৬, আরভিন ২৫; মিরাজ ৫/৩২, তাইজুল ৩/৪২
ফল: বাংলাদেশ জয়ী ইনিংস ও ১০৬ রানে
সূত্রঃ আমার দেশ