আইপিএলের মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা অবিক্রিত থাকায় দুঃখ প্রকাশ করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মেগা নিলামে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম ডাকা হলেও কোন দলই তাদের প্রতি আগ্রহ দেখায়নি। এই পরিস্থিতি নিয়ে ফাহিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, যদি আমি পৃথিবীর মঞ্চে জায়গা না পাই, তা হলে বুঝতে হবে আমার অবস্থান ভালো নয়।’ তিনি আরও বলেন, আইপিএলে আমাদের খেলোয়াড়দের যোগ্যতা অনুযায়ী সুযোগ পেতে হবে, কোনো রকম জোর করে নয়।
আইপিএলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নিয়মিত অংশগ্রহণ ছিল, তবে এ বছর বাংলাদেশি খেলোয়াড়রা সুযোগ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। আফগানিস্তানের খেলোয়াড়দের আইপিএলে উত্থানকে উদাহরণ হিসেবে তুলে ধরে ফাহিম বলেন, আফগানিস্তান ধীরে ধীরে তাদের ক্রিকেটারদের আইপিএলে জায়গা করে দিয়েছে, যা বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা।