বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ সংগীতশিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে সরকারের দুই উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার (৯ জুলাই) রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে দেখতে যান তিনি। এসময় তিনি শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন।
মির্জা ফখরুল শিল্পীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই উপদেষ্টাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সূত্রঃ ইত্তেফাক