বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়, এটিই আমাদের মূল লক্ষ্য—ঠাকুরগাঁওয়ে হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিচার ও কাঠামোগত সংস্কারের মধ্য দিয়েই আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনে যেতে চাই। নির্বাচনই আমাদের মূল লক্ষ্য, তবে তা যেন বিচারহীনতার পথে না হয়।
শুক্রবার (৪ জুলাই) ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাচ্ছি, কথা বলছি। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল একটি সুবিচারভিত্তিক এবং স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থার দাবি। তাই বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়—এই অবস্থানেই আমরা অটল।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ কালবেলা