বাজেটে অভুক্ত মানুষের সংখ্যা বাড়বে, বাস্তবায়নও অনিশ্চিত: জিএম কাদের
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এটি বাস্তবতাবিবর্জিত এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানীতে নিজ রাজনৈতিক কার্যালয়ে তিনি বলেন, এই বাজেটের প্রবৃদ্ধি নিম্নমুখী। প্রবৃদ্ধি কমলে কর্মসংস্থান হ্রাস পাবে, ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে এবং রাজস্ব আয় কমে যাবে। ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ আরও কষ্টে পড়বে।
তিনি উল্লেখ করেন, সরকার মূল্যস্ফীতির হার ৬.৫ শতাংশ নির্ধারণ করলেও বর্তমানে তা ৯.১৭ শতাংশে রয়েছে। সামনের দিনগুলোতে মূল্যস্ফীতির হার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অর্ধভুক্ত ও অভুক্ত মানুষের সংখ্যা বাড়বে।
জিএম কাদের আরও বলেন, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না থাকলে বিদেশি ঋণ ও সাহায্য পাওয়া কঠিন হবে। এর ফলে বাজেট ঘাটতির চাপ বাড়বে এবং প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সরকারকে চাপে পড়তে হবে।
তিনি অভিযোগ করেন, এই বাজেটে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের বাজেটের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। কিছু খাতে বরাদ্দ কমানো হলেও অন্যত্র বাড়ানো হয়েছে, তবে মূল কাঠামোতে কোনো মৌলিক পরিবর্তন হয়নি।
জিএম কাদেরের মতে, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনো বার্তা নিয়ে আসেনি। বরং দারিদ্র্য আরও বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সঙ্কুচিত হবে এবং ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দেবে।
সূত্রঃ ইত্তেফাক