ড. ইউনূস ভোটে যেতে চান না, তিনি সময়ক্ষেপণ করছেন : মির্জা আব্বাস

ড. ইউনূস নিজেই নির্বাচন চান না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি শুরু থেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। আর এই ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত—এই কথা প্রথম বলেছিলেন ড. মুহাম্মদ ইউনূস নিজেই।

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “যদি কেউ জুন মাসে নির্বাচনের কথা বলেন, তাহলে সেটি বাস্তবসম্মত নয়। বাংলাদেশে সেই নির্বাচন কখনোই সম্ভব হবে না। নির্বাচন করতে হলে ডিসেম্বরের মধ্যেই করতে হবে।”

ড. ইউনূসের সাম্প্রতিক বিদেশ সফর ও বক্তব্যের কড়া সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “দুঃখের সঙ্গে বলছি, জাপানে বসে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন তিনি। দেশের একজন নাগরিক হয়ে, দেশের বাইরে বসে দেশের বিরুদ্ধে কথা বলাটা অত্যন্ত লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “ড. ইউনূস বলেছেন, শুধু একটি দল নির্বাচন চায়। অথচ বাস্তবতা হলো—একটি ব্যক্তি নির্বাচন চান না, আর তিনি নিজেই। তার অবস্থান নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।”

উল্লেখ্য, মির্জা আব্বাসের এই বক্তব্যের সূত্র নিউজ২৪ ও যমুনা টেলিভিশন।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *