খালেদা জিয়ার জন্য তৈরি কারাগারে এখন রাখা হবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের
ঢাকার কেরানীগঞ্জে নির্মিত কেন্দ্রীয় কারাগারের একটি বিশেষ অংশ এক সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এবার সেই বিশেষ কারাগারে রাখা হচ্ছে আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া শীর্ষস্থানীয় নেতাদের। অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন করে চালু হতে যাওয়া এই কারাগারে ১৫ মে থেকে বন্দি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।
কারা সূত্র জানায়, খালেদা জিয়ার জন্য নির্ধারিত বিশেষ কারাগারটিতে বর্তমানে আটক থাকা ১৪৬ জন ভিআইপি বন্দির একাংশকে স্থানান্তর করা হবে। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব, উচ্চপদস্থ পুলিশ ও সামরিক কর্মকর্তা থেকে শুরু করে সাবেক মেয়র পর্যন্ত অনেকে।
কারাগারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা
কারাগারটি চালুর সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতোমধ্যে সিনিয়র জেল সুপার মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার শাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। কারাগারে বসানো হয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা—সিসিটিভি, মোবাইল জ্যামারসহ নানা প্রযুক্তি।
যাঁরা থাকবেন এই বিশেষ কারাগারে
এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাধন চন্দ্র মজুমদার ও আরিফ খান জয়।
এছাড়া রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ কর্মকর্তা তানভীর সালেহ ইমন, বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সচিব শাহ কামাল ও সাবেক রিয়ার অ্যাডমিরাল মো. সোহাইল।
আরও আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, এনামুর রহমান, ডেপুটি গভর্নর সিতাংশু সুর চৌধুরী, দীপংকর তালুকদার, চিফ হুইপ আসম ফিরোজ এবং হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান সেলিম।
এই তালিকায় রয়েছে আরও অনেক পরিচিত মুখ—ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আব্দুর রহমান বদি, মাহবুব আরা গিনি, তানভীর ইমাম, কাজী জাফরউল্লাহ, শাহে আলম, মোহাম্মদ সেলিম প্রমুখ।
সাবেক সেনা, পুলিশ ও প্রশাসনের অনেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন তালিকায়—লে. কর্নেল (অব.) ফারুক খান, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।
রাজনৈতিক পরিবর্তন এবং নতুন বাস্তবতা
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন এসেছে। বিভিন্ন মামলায় খালেদা জিয়ার খালাস পাওয়ার পর তিনি কারাগারে ফিরে যাননি। এরইমধ্যে অন্তর্বর্তী সরকার দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করেছে, যার আওতায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের বহু প্রভাবশালী নেতা।
এক সময় যাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এখন সেই কারাগারেই বন্দি হচ্ছেন পূর্বতন ক্ষমতাসীন দলের নেতারা। বিশেষ কারাগারটির ব্যবহার বদলের এই ঘটনাকে অনেকে সময়ের পালাবদল বলেই মনে করছেন।
সূত্রঃ ইত্তেফাক