সম্প্রীতির আলোয় আলোকিত বাংলাদেশ চাই: তারেক রহমান

সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সুস্থ, সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্ম গড়াই আমাদের অগ্রাধিকার।” মঙ্গলবার (২২ এপ্রিল) রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী দশ বছরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দিয়ে একটি সুস্থ তরুণ সমাজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। একইসাথে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে যোগ্য নেতৃত্ব তৈরির পথ তৈরি করতে চায় দলটি।

তিনি আরও বলেন, “সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়—সবার অংশগ্রহণ নিশ্চিত করে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।”
নেতাকর্মীদের উদ্দেশে তার বার্তা ছিল, “যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত-দৃঢ় ঐক্যের ভিত্তিতে আমাদের এগোতে হবে।”

প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, “যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলার সাহস করেনি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করেই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল। বরাবরের মতোই আমরা বলেছি—ফয়সালা হবে রাজপথে।”

তারেক রহমান অভিযোগ করেন, রাজনীতিতে ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠছে। এই পরিস্থিতি মোকাবেলায় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণে তিনি উল্লেখ করেন, দেশের মোট উন্নয়ন কার্যক্রমের ৭০ শতাংশ বিএনপি আমলে হয়েছে এবং জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি—সুষ্ঠু ভোটে ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

‘টেইক ব্যাক বাংলাদেশ’ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “এই যাত্রা এখনও সম্পূর্ণ হয়নি। জনগণের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব হ্রাস—এই লক্ষ্যগুলো অর্জন করলেই বলা যাবে ‘টেইক ব্যাক বাংলাদেশ’ বাস্তবায়নের পথে।”

কর্মশালার প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান সরাসরি তৃণমূল নেতাকর্মীদের প্রশ্নের জবাব দেন।
এই আয়োজনটি করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি, যার মূল প্রতিপাদ্য ছিল: ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি’।

সূত্রঃইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *