ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থে সকলকে আবারও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

জামায়াতে ইসলামী দলের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করে, সকল দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ব্যক্তিত্ব ও জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের ওপর রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, মাওলানা আব্দুস সুবহানের চরিত্র এমন ছিল যে, তা দলমত নির্বিশেষে সকলের হৃদয়ে প্রভাব বিস্তার করতো। আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের শিকার হয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি কখনোই ভীত হননি। জেলে থাকার সময়ও তিনি অন্যান্য বন্দিদের খবরখবর নিতেন এবং তাদের পাশে থাকতেন।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *