“শিক্ষার্থীরা বলেন, স্লোগানটি নাহিদ ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে নয়, বরং দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে ছিল”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, “সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার” স্লোগানটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ছিল না। বরং এটি তাদের মতে, মূলত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে ছিল, যারা গত ছয় বছরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ করতে ব্যর্থ হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। আন্দোলনের সংগঠক রাকিব হাসান বলেন, “স্লোগানটি ছিল ফ্যাসিবাদী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে, যারা প্রকল্পের কাজ শেষ করতে পারেনি। তারা নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে বিশাল আর্থিক কেলেঙ্কারি ঘটিয়েছে।”
তিনি আরো বলেন, “এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে ছিল না। দুঃখের বিষয়, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এ বিষয়ে মিথ্যাচার করছে এবং বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তারা জানে, আমরা ঐক্যবদ্ধ আছি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব।”
এসময় আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, “ফেসবুকে কিছু পেজে বিষয়টি ভুলভাবে প্রচার করা হচ্ছে। মূলত স্বৈরাচারী কিছু দালালরা এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে।”
এদিকে, আন্দোলনের পর শিক্ষার্থীরা দাবি করেন, তারা নাহিদ ইসলামকে নয়, বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ ইসলামের সমর্থনে “#WeAreNahid” হ্যাশট্যাগে অনেকেই পোস্ট দিতে দেখা গেছে।