বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গত বুধবার (২৭ নভেম্বর) বিকেলে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। এ পোস্টের সঙ্গে তার বক্তব্যসহ আরও দুটি নিউজ কার্ড শেয়ার করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে দেয়া ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘বাংলাদেশে আজ কারা অরাজকতা সৃষ্টি করতে চায়, কারা সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায়, এবং কারা দেশকে একটি ব্যর্থ ও জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বে তুলে ধরতে চায়—তা এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে।’
পেজটি ফখরুল ইসলামের বক্তব্যের জন্য ধন্যবাদ জানিয়ে আরও কিছু সমসাময়িক বিষয় উল্লেখ করেছে।
ফখরুল ইসলাম তার পোস্টে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ নিজেদের অত্যন্ত জনপ্রিয় ও দেশপ্রেমিক মনে করেন, কিন্তু তারা গোটা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিয়ে এক অন্ধকারে ফেলে দিচ্ছেন। এসব ব্যক্তি শত্রু না মিত্র, তা সবার বুঝতে হবে। আমি ইচ্ছে করেই আজ এই বিষয়গুলো সামনে আছি।’
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে খুব একটা দেখা যায়নি। তবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজগুলো ও ব্যক্তিগত অ্যাকাউন্টে সক্রিয় রয়েছে, যেখানে প্রায়ই বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতিবাচক খবর শেয়ার করা হয়।