বিএনপির ‌‍‘খাঁচায় বন্দি’ প্রতীকী শেখ হাসিনা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় প্রতীকীভাবে খাঁচায় বন্দি শেখ হাসিনার রূপে সাজানো এক নারীকে প্রদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই শোভাযাত্রায় একটি খাঁচার ভেতরে টিয়া রঙের শাড়ি পরিহিত মধ্যবয়স্ক এক নারীকে নিয়ে আসা হয়। তার সাজগোজ ছিল অনেকটা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো, এবং তিনি সানগ্লাস পরিহিত ছিলেন। মাথার চুল বেনী করে সাজানো দুটি শিং আকারে তৈরি করা হয়, যা প্রতীকী রূপে ফুটিয়ে তোলে।

এছাড়া তার মুখে রং ও কৃত্রিম দাঁত ব্যবহার করে তাকে রাক্ষসীর মতো উপস্থাপন করা হয়। খাঁচার ভেতরে আরও কয়েকটি কৃত্রিম কঙ্কাল রাখা হয়। খাঁচার গায়ে ঝুলানো প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল বিভিন্ন স্লোগান ও বাক্য, যেমন— ‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম রাক্ষসী’, ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি নিরপরাধ ও নির্দোষ মানুষ গুম করি’, ‘আমি ভারতের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি’, ‘আমি নিরপরাধ ছাত্র খুনি’ প্রভৃতি।

শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঢাকা মহানগরীর পাশাপাশি আশপাশের জেলার নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *