বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর বিষয়ে দেওয়া বক্তব্যে সংশোধনী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই সংশোধনী প্রকাশ করেন।
বিবৃতিতে রিজভী জানান, সকালে একটি অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তার ভিত্তিতে ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি জানান, প্রথমে তার মনে হয়েছিল, বঙ্গভবনের দরবার কক্ষ থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে, কিন্তু পরে তিনি জানতে পারেন যে, ছবিটি actually বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে সরানো হয়েছিল।
রিজভী বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখা বাধ্যতামূলক করার আইন করা হয়েছে, কিন্তু এমন ফ্যাসিবাদী আইন কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস ও আদালতের মতো জায়গায় দুঃশাসনের চিহ্ন থাকা উচিত নয়।” তিনি এ জন্য অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
এর আগে, সকালে বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেছিলেন, “জাতীয় পর্যায়ে যাদের অবদান রয়েছে, তাদের সম্মান দিতে হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা বিচার করবে। আওয়ামী লীগ যেভাবে সংকীর্ণ মনোভাব পোষণ করে, বিএনপি তা নয়।” তিনি আরও বলেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি। খন্দকার মোশতাকও তার ছবি সরিয়েছিলেন, আর জিয়াউর রহমান সেই ছবি আবার টাঙিয়েছিলেন।