ঢাকার বাইরে প্রথমবারের মতো প্রতিনিধি কমিটি গঠন করল জাতীয় নাগরিক কমিটি। টাঙ্গাইল সদর ও মধুপুর উপজেলায় এই কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল সদর উপজেলায় ৩৬ সদস্যের এবং মধুপুর উপজেলায় ৫৫ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটি ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের কার্যক্রম শুরু করে, যেখানে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ও রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটি প্রেসার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে। ওই দিনই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ৫৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পান। এছাড়া, সামান্তা শারমিন এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।