বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার এই পোস্টটি সোমবার (১১ নভেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ পায়।
স্ট্যাটাসে রাব্বানী লিখেছেন, “আওয়ামী লীগকে একথা মানতেই হবে, দীর্ঘসময় ধরে সরকারি ক্ষমতায় থাকলেও তাদের কর্মকাণ্ডে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় প্রকট হয়েছে। এতে জনসাধারণ ও দলের কর্মীদের মধ্যে দূরত্ব বেড়েছে। একসময় যারা আওয়ামী লীগকে হৃদয় দিয়ে সমর্থন করেছেন, তারা এখন কিছুটা দ্বিধান্বিত ও আশঙ্কিত হয়ে পড়েছেন।”
তিনি আরও বলেন, “যদি আওয়ামী লীগ এই সমস্যাগুলো বুঝে স্বীকার করে এবং নিজ উদ্যোগে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে, তবে সেই সমর্থকরা আবার ফিরে আসবে, তারা দলের পাশে দাঁড়াবে এবং ধীরে ধীরে পরিস্থিতি বদলে যাবে।”
রাব্বানী তার পোস্টে যোগ করেন, “আত্মশুদ্ধির প্রক্রিয়ায় নেতৃত্বের কোনো প্রয়োজন নেই, প্রত্যেকের নিজের বিবেকই নেতা। দলের ভেতরে থাকা দুর্নীতিবাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, দলের শীর্ষ নেতৃত্বের পক্ষে যারা জনবিচ্ছিন্ন ও দুর্নীতির সাথে যুক্ত, তাদের অবশ্যই বিদায় জানাতে হবে।”
তিনি আরও মন্তব্য করেন, “যতক্ষণ না নিজেদের ভুল স্বীকার করা হয় এবং সে অনুযায়ী তা ঠিক করার প্রচেষ্টা দৃশ্যমান না হয়, ততক্ষণ শুধু বিরোধীদের ভুল এবং ব্যর্থতা নিয়ে কথা বলার মাধ্যমে কোনো সমাধান আসবে না। দলের ভেতরের সমস্যাগুলোর সমাধান ছাড়া, তৃণমূল নেতাকর্মীদের মনোবল ফিরে পাবে না, জনসমর্থনও পাওয়া যাবে না।”
স্ট্যাটাসে তিনি শেষ করেন, “যদি এখনও সমস্যার মূল কারণ না বোঝেন কিংবা জানলেও সমাধান করতে না চান, তাহলে সমস্যা সমাধান হবে না, এবং দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না।