ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক বলেছেন, বদনামের দায় আমরা নিতে চাই না। আওয়ামী লীগ যে ভুল করেছে, আমরা যদি সেই একই ভুল করি, তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্য কোথায় থাকবে?
সোমবার (১১ নভেম্বর) দুপুরে পল্লবীর ইস্টার্ন হাউজিং ঘরোয়া মোড় এবং দুয়ারীপাড়া এলাকায় বিভিন্ন স্থানে দলীয় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও কার্যালয় অপসারণের সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, বিএনপি সবসময় জনস্বার্থের রাজনীতি করে। জনগণ কী চায়, কী প্রত্যাশা করে, তা মাথায় রেখেই আমাদের অগ্রযাত্রা। গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং একটি উন্নত, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে আমরা লড়াই চালিয়ে যাব।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সময় বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়। কিন্তু সাধারণ মানুষ অনেক সময় এগুলোকে ভালোভাবে নেয় না। তাই মহানগর উত্তর বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ করা হচ্ছে এবং দলীয় কার্যালয় পরিষ্কার করার কাজ চলছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষ ভাবছে- আওয়ামী লীগ যা করেছে, বিএনপিও তা করছে। এই বদনামের বোঝা আমরা বহন করতে চাই না। আওয়ামী লীগ বিগত ১৭ বছর ধরে অবৈধভাবে জায়গা দখল করে অফিস বানিয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়নি। তারপরও আমরা হাসিনা সরকারের পতনের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
তিনি উল্লেখ করেন, বিএনপির অনেক সদস্য ভুল করে দখলকৃত জায়গা পুনরুদ্ধার করতে চেয়েছেন। কিন্তু এটি পুনরুদ্ধার বলে গণ্য হয় না, বরং দখল হিসেবেই দেখা হয়। তাই বিএনপি এ ধরনের বদনামের অংশীদার হতে চায় না।
শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের সব থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের তিন দিনের মধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং দলীয় কার্যালয় অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী, আমিনুল হক নিজে উপস্থিত থেকে কাজ করছেন।
উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির নেতা মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক অলিউল হাসনাত তুহিন, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, রূপনগর থানা বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুর রহমান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।