বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি তাঁর ফেসবুক পোস্টে এক বিস্ফোরক বক্তব্য দিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, সাবেক প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান খান কামাল, আসাদুজ্জামান নূর, শেখ সেলিম ও আব্দুল মান্নানদের গ্রেফতারের পর তাদের মুক্তির জন্য গোপনে তদবির করা হয়েছে। রাজনৈতিক সখ্যতা এবং আত্মীয়তার দোহাই দিয়ে এই তদবির করা হয়েছে বলে তিনি দাবি করেন।
হাসনাতের মতে, এই ধরনের সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই ত্যাগী নেতা-কর্মীদের দীর্ঘ দিনের সংগ্রাম এবং আন্দোলনের সফলতা বাধাগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, “ত্যাগী কর্মীদের সংগ্রামের ফসল যারা নিজেদের স্বার্থে ভোগ করতে চায়, তাদের কার্যকলাপ এখন সবার কাছে স্পষ্ট।”
এই মন্তব্যের ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম নিয়েছে। অনেকেই এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। তবে, পোস্টটি বিশেষ কোনো ঘটনা বা সময়ের ওপর ইঙ্গিত করে কিনা, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে কৌতূহল তৈরি হয়েছে।