সরকার এমপিওভুক্ত ও নন-এমপিও বেসরকারি স্কুল-কলেজের বেতন/টিউশন ফি ছাড়া অন্যান্য ফি নির্ধারণ করেছে। ফি চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—মাধ্যমিক (এমপিওভুক্ত), মাধ্যমিক (নন-এমপিও), কলেজ (এমপিওভুক্ত), ও কলেজ (নন-এমপিও)।
মহানগরের স্কুলের ফি নির্ধারণ করবে মহানগর কমিটি, এবং জেলা, পৌর এলাকা ও উপজেলা স্কুলের ফি জেলা কমিটি নির্ধারণ করবে। কমিটিকে বেতন নির্ধারণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
২০২৪ সালের নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি নির্ধারণ করা হয়েছে, যা ২৭ অক্টোবর ২০২৪ থেকে কার্যকর।
মহানগরের এমপিওভুক্ত স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা বছরে ২ হাজার ৪৬৫ টাকা ফি দিতে পারবে, যেটি টিফিন, মুদ্রণ, ক্রীড়া, সাংস্কৃতিক উৎসব, লাইব্রেরি, আইসিটি, ল্যাবরেটরি, শিক্ষাসফর, এবং অন্যান্য খাতে বিভক্ত। জেলা, পৌর এলাকা ও উপজেলা স্কুলের ফি কিছু কমে যথাক্রমে ১ হাজার ৮৫০ টাকা এবং ১ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।