আগামী বছরের হজ পালনের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে ২০২৫ সালের হজ প্যাকেজের ঘোষণা করেন হাবের সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ সরদার।
এ বছর, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা, এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।
হাবের প্রতিনিধিরা জানান, এ বছর প্যাকেজগুলোতে উন্নত সেবা ও সুবিধা প্রদানের চেষ্টা করা হয়েছে। গত ৩০ অক্টোবর সরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হলেও, বেসরকারি প্যাকেজের মূল্য কিছুটা বেশি।