শিক্ষক নিবন্ধন ভাইভা প্রক্রিয়া চলছে, চূড়ান্ত ফলাফল সম্পর্কে যা জানা গেছে

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা চলছে, চূড়ান্ত ফলাফল সম্পর্কে যা জানাল এনটিআরসিএ

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রথম ধাপের ভাইভা ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এদিকে, দ্বিতীয় ধাপের ভাইভা ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবং ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এনটিআরসিএ ৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এছাড়া, ভাইভা অংশ নেয়া প্রার্থীদের একটি সাধারণ প্রশ্ন ছিল—চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ হবে? এ বিষয়ে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্যা ডেইলি ক্যম্পাস এর সাথে কথা বলেছেন এবং তিনি জানান, “বিজ্ঞপ্তির অনুযায়ী ভাইভা নেয়া হচ্ছে, কিন্তু চূড়ান্ত ফলাফলের ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়, কারণ দ্বিতীয় ধাপের ভাইভা এখনও শুরু হয়নি।”

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩,৮৬৫ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে, ১০টি বোর্ডে প্রতিদিন ৬০০ জন প্রার্থীর ভাইভা নেয়া হবে, এবং এটি দুটি শিফটে অনুষ্ঠিত হবে—প্রথম শিফট সকাল সাড়ে ৯টায় এবং দ্বিতীয় শিফট বেলা সাড়ে ১১টায়। ভাইভা সম্পর্কে প্রার্থীদের এসএমএসের মাধ্যমে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থীর মধ্যে ৪ লাখ ৭৯ হাজার প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন, যার মধ্যে ৩ লাখ ৪৮ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেন এবং ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন। তবে ২ লাখ ৬৪ হাজারের বেশি প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

ভাইভা পরীক্ষায় উপস্থিতি সংক্রান্ত এক প্রশ্নে এনটিআরসিএ সচিব জানান, “বর্তমানে উপস্থিতির হার প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ। তবে বিস্তারিত তথ্য অফিসিয়ালি জানানো হবে পরে।” তিনি আরও বলেন, “যারা ভাইভায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন, তাদের সময়মতো উপস্থিত হতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থী না এলে তাকে অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে, তবে বিশেষ কোনো অসঙ্গতি এখনও ঘটেনি।”

4o mini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *