অহনার পাল্টা প্রতিক্রিয়া: “নিজের ভুল ঢাকতেই অপবাদ দিচ্ছেন শামীম”
কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। সহশিল্পী প্রিয়াঙ্কা প্রিয়ার করা শুটিং সেটে দুর্ব্যবহার, মাদক সেবন ও যৌন হেনস্তার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এমন সময় আরও বিতর্ক তৈরি হয় অভিনেত্রী অহনা ও শামীমকে ঘিরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা ইঙ্গিতপূর্ণভাবে তার সাবেক প্রেমিক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। অনেকেই ধরে নেন, তিনি হয়তো শামীমকে উদ্দেশ করেই এমন কথা বলেছেন। পরে শামীম এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সেই প্রাক্তন আসলে তিনি নন, বরং ওই ব্যক্তি ছিলেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
শামীম বলেন, “অহনার সঙ্গে হৃদয়ের দীর্ঘ ৬–৭ বছরের সম্পর্ক ছিল। আমি কেবল তার বন্ধু ছিলাম। সম্ভবত আমার কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়।”
শামীমের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অহনা সামাজিক মাধ্যমে লেখেন, “ডাবল টাইমিং? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিচ্ছেন?”
তিনি আরও অনুরোধ করেন, তাকে জড়িয়ে যেন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করা হয়: “দয়া করে অন্য কারও গল্পে আমাকে জড়ানো থেকে বিরত থাকুন।”
এদিকে, শামীমের বিরুদ্ধে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া যে গুরুতর অভিযোগ এনেছেন, তা নিয়ে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। যদিও শামীম সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এসব পরিকল্পিতভাবে করা হয়েছে তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য।
সূত্রঃ কালবেলা