ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম, দীর্ঘদিন ধরেই সিনেমার ব্যস্ততা থেকে বাইরে আছেন। তার অবসর সময় কিভাবে কাটছে, তা নিয়ে ভক্তদের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, শিগগিরই মা হতে চলেছেন এই অভিনেত্রী। অবশেষে নিজের জন্মদিনে এ বিষয়ে মুখ খুললেন মিম।
১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। রোববার, ৩২ বছরে পা রাখলেন তিনি। তবে, এবার তার জন্মদিনের উদযাপন ছিলো সাদামাটা, বড় কোন আয়োজন করা হয়নি। ছোটবেলায় জমকালোভাবে জন্মদিন উদযাপন করলেও, বর্তমানে মিম তার মা, স্বামী, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া পরিবেশে এটি পালন করেন।
মিমের জন্মদিন নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে নতুন অতিথির সম্ভাবনার কথা। এরপর অভিনেত্রী বলেন, “এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমি কখনোই আমার জীবনের কোনো কিছু লুকাইনি। সব কিছুই সবার সামনে জানিয়েছি। তবে, শিগগিরই সন্তানের মা হওয়ার কোনো পরিকল্পনা নেই। যদি এমন কিছু হয়, অবশ্যই সবাই জানতে পারবেন। এখন শুধু কাজ নিয়ে ভাবছি, কাজেই মনোযোগী থাকতে চাই।”
মিম তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে। এরপর, হুমায়ূন আহমেদ পরিচালিত আমার আছে জল সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। তার অভিনয় ক্যারিয়ার একাধিক সাফল্যে ভরা। জোনাকির আলো সিনেমায় তার অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি, যেখানে মৌসুমীকে নিয়ে যৌথভাবে পুরস্কৃত হন।
অভিনয়ের পাশাপাশি, লেখক হিসেবেও পরিচিত মিম। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা, এবং ২০১৩ সালে প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা।