এক ফ্রেমে পরিবারের সবাইকে নিয়ে আবুল হায়াতের অনুভূতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা, নাট্যকার এবং পরিচালক আবুল হায়াত ও তার স্ত্রী শিরিন হায়াতের দুই কন্যা রয়েছেন। তাদের মধ্যে একদিকে আছেন অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত, অন্যদিকে নাতাশা হায়াত, যিনি একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তবে এখন তিনি একজন সফল ব্যবসায়ী।

বর্তমানে এই পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানো হয়ে ওঠে না। এর কারণ, সবার নিজ নিজ ব্যস্ততা। বিপাশা হায়াত দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করছেন। কয়েক মাস আগে ঢাকায় এসেছিলেন, এবং এবার আবারও বাবার বই প্রকাশনার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় ফিরেছেন।

মেয়েদের কাছ পেয়ে আবুল হায়াত বলেন, “সন্তানরা যখন চোখের সামনে থাকে, তখন বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করে, যা বাবা-মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। জীবনের প্রয়োজনে সন্তানরা নিজ নিজ জীবনযাত্রায় ব্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। তবে মাঝে মাঝে মন চায়, তারা নিয়ম ভেঙে আমাদের কাছে এসে সময় কাটাক, আমাদের মুখ দেখুক, তাদের হাসি শুনে ভালো লাগুক।”

এই কিংবদন্তি অভিনেতা আরও বলেন, “জীবন আসলে এক অনিশ্চিত যাত্রা। কখন কী ঘটে, তা বলা যায় না। তাই মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। তবে আমার প্রার্থনা, তারা ভালো থাকুক, সুখে থাকুক। যদি তারা সুখে থাকে, তাহলে পিতা হিসেবে আমি শান্তিতে থাকতে পারব।”

আবুল হায়াত আরও জানান, “বিপাশা ও নাতাশা তাদের মায়ের জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করেছে, এবং মায়ের মুখের হাসি দেখে খুব ভালো লাগছে। আমি সবসময় দোয়া করি, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে।”

এছাড়া, আবুল হায়াতের আত্মজীবনীমূলক বই ‘রবির পথ’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটির আনুষ্ঠানিক প্রকাশনা ২ নভেম্বর অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *