বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইটি ঘটনায় ভাইরাল হওয়া ফারজানা সিঁথি সম্প্রতি নতুনভাবে আলোচনায় এসেছেন। আন্দোলনে পুলিশের কর্মকর্তাদের প্রশ্ন করে তার প্রতিবাদী কণ্ঠে প্রশংসিত হলেও, আগস্ট মাসে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কের পর তিনি নেতিবাচকভাবে ভাইরাল হন। সে ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছিলেন।
এই তরুণী এখন আবার নতুন এক চমক নিয়ে আসলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সাজে প্রকাশিত একটি ছবি নিয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন। এরপর তাকে দেখা গেল, বাংলা গানের যুবরাজ কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে। এই ভিডিওতে তার বিপরীতে অভিনয় করেছেন শেখ সাদী। মঙ্গলবার আসিফ তার ফেসবুক পেজে সিঁথি এবং সাদীর সঙ্গে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।
গানের কথাগুলো ছিল, “ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা…”। আসিফ আকবর জানান, গানটি প্রথমে বাংলা এবং পরে হিন্দি ভাষায় রিলিজ হবে। গানের রেকর্ডিং প্রায় পাঁচ মাস আগে সম্পন্ন হয়েছে এবং শুটিং শুরুর প্রক্রিয়া চলছে।
গানটির মডেল হিসেবে সিঁথি ও সাদীকে পছন্দ করার ব্যাপারে আসিফ বলেন, “এটি একটি নিটোল প্রেমের গান। আমি নিজেই তাদের নির্বাচন করেছি।” গানের শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে, এবং ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন।
এদিকে, আসিফ তার ফেসবুক পেজে সিঁথির সঙ্গে ছবি পোস্ট করার পর নেটিজেনদের নানা মন্তব্যের জবাবও দিয়েছেন, যা অনেকেই প্রশংসা করেছেন।